স্র্যাক

SRAC

সর্বশেষ:

Latest news

 নোটিশ


স্র্যাক বাংলাদেশে জাতীয় পযায় বেসরকারী স্বেচ্ছাসেবী উন্নয়ন মূলক সংস্থা।২০০১ ইং সালে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠা লগ্ন থেকে স্র্যাক, সরকার দাতা সংস্থা, সূশীল সমাজ,গণমাধ্যম সহ অন্যান্য সকলের সাথে অংশিদারীত্তের ভিত্তিতে কাজ করে। সোসাইটি ফর সিলেট রিসোস এডভান্সমেন্ট কমিউনিটি (স্র্যাক) একটি বসরকারী স্বেচ্ছাসেবী ও উন্নয়ন মূলক সংস্থা। সংস্থাটি শুরু হয়েছিল সিলেট জেলার পিছিয়ে পড়া এলাকা জকিগঞ্জ উপজেলা থেকে এবং উক্ত এলাকা জেলা শহর থেকে সবচেয়ে দূরে অবস্থিত। এই এলাকার স্যানিটেশন, শিক্ষা ও অন্যান্য উন্নয়নমূলক কার্ক্রমের অবস্থা খুবই নাজুক ছিল এই অনাকাঙ্খক অবস্থা থেকে উত্তরণের জন্য ২০০১ ইংরেজিতে জনাব মো: কয়েছ আহমদ এর নেতৃত্বে এলাকার কিছু সংখ্যক সমাজসেবী উৎসাহী যুবক যুবতীদের নিয়ে এ সংস্থা প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকালীন সময় থেকে সংস্থা ২০০১ ইংরেজি সালে সদস্যদের মাধ্যমে বিভিন্ন রকম সেবামূলক কমসূচী বাস্তবায়ন করে আসছে।

আরো পড়ুন