স্র্যাক

SRAC

সর্বশেষ:

Latest news

পঠভূমি

স্র্যাক বাংলাদেশে জাতীয় পযায় বেসরকারী স্বেচ্ছাসেবী উন্নয়ন মূলক সংস্থা।২০০১ ইং সালে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠা লগ্ন থেকে স্র্যাক, সরকার দাতা সংস্থা, সূশীল সমাজ,গণমাধ্যম সহ অন্যান্য সকলের সাথে অংশিদারীত্তের ভিত্তিতে কাজ করে। সোসাইটি ফর সিলেট রিসোস এডভান্সমেন্ট কমিউনিটি (স্র্যাক) একটি বসরকারী স্বেচ্ছাসেবী ও উন্নয়ন মূলক সংস্থা। সংস্থাটি শুরু হয়েছিল সিলেট জেলার পিছিয়ে পড়া এলাকা জকিগঞ্জ উপজেলা থেকে এবং উক্ত এলাকা জেলা শহর থেকে সবচেয়ে দূরে অবস্থিত। এই এলাকার স্যানিটেশন, শিক্ষা ও অন্যান্য উন্নয়নমূলক কার্ক্রমের অবস্থা খুবই নাজুক ছিল এই অনাকাঙ্খক অবস্থা থেকে উত্তরণের জন্য ২০০১ ইংরেজিতে জনাব মো: কয়েছ আহমদ এর নেতৃত্বে এলাকার কিছু সংখ্যক সমাজসেবী  উৎসাহী যুবক যুবতীদের নিয়ে এ সংস্থা প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকালীন সময় থেকে সংস্থা ২০০১ ইংরেজি সালে সদস্যদের মাধ্যমে বিভিন্ন রকম সেবামূলক কমসূচী বাস্তবায়ন করে আসছে। সংস্থার সামথ ও বাস্তবতার নরিখে নতুন নতুন কমর্সূচী গ্রহণ করার ফলে শুধুমাত্র স্বেচ্ছাসেবী কমীর্দের মাধ্যমে গৃহিত প্রকল্পের কাযর্ক্রম সম্পাদন করা এক দূরহ ব্যাপার হয়ে দাড়ায়। এমতাবস্থায় স্র্যাক ২০০৭ সালে প্রথম দিক থেকে বেতন ভুক্ত কমী নিয়োগের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের কাযর্ক্রম শূরু করে। বতর্মানে প্রায় ২৫৭ জন বেতনভূক্ত কমকতা, কমর্চারী এবং স্বেচ্ছাসেবীর মাধ্যমে সুষ্ঠুভাবে বিভিন্ন কার্ক্রম বাস্তবায়ন করে আসছে। ইতমধ্যে সংস্থা অনেক জাতীয়, আন্তর্জাতীক এবং দাতা সংস্থার অথায়নের মাধ্যমে কাযর্ক্রম চালিয়ে আসছে। এই প্রেক্ষাপটে সংস্থার সকল স্তরের সহযোগি, শুভাকাঙ্খি, কমকতা, কমচারী ও স্বেচ্ছাসেবী এবং দাতা সংস্থার সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

০১। উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ঃ ০৫ জন

০২। সংস্থার সাধারণ পরিষদের সদস্য সংস্থাঃ ২১ জন

০৩। নিবাহী কাযকরী পরিষদের সদস্য সংখ্যাঃ ০৭ জন

০৪। সংস্থার ধরনঃ স্র্যাক একটি বসরকারী স্বেচ্ছাসেবী ও উন্নয়ন মূলক সংস্থা।

 

০৫। সংস্থা্র নিবন্ধন সংক্রান্ত তথ্যঃ

জয়েন্ট স্টক কোম্পানীযুব উন্নয়ন অধিদপ্তর
মহিলা বিষয়ক অধিদপ্তরভ্যাট
এনজিও বিষয়ক ব্যুরোটিন
DUNS-USAN_CAGE and SAM-USA

০৬। সংস্থার বতর্মান কর্ এলাকাঃ (১) সিলেট (২) সুনামগঞ্জ (৩) হবিগঞ্জ (৪) মৌলভীবাজার (৫) বাগেরহাট (৬) খুলনা

০৭। সংস্থার অনুমোদিত কমএলাকাঃ সমগ্র বাংলাদেশ

০৮। সংস্থার চলমান কসূচীঃ ১) শিক্ষা ২) স্বাস্থ্য ৩) এতিম সহায়তা প্রকল্প ৪) দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ৫) মানব সম্পদ উন্নয়ন ৬) আইনি সহায়তা প্রকল্প ৭) শিশু অধিকার প্রকল্প ৮) নারীর ক্ষমতায়ণ।

০৭। আথিক বছরঃ প্রতি বছর জুলাই থেকে জুন।

০৮। সংস্থার লোকবলঃ কমকতা, কমচারী ও স্বেচ্ছাসেবীর সংখ্যা-২৫৭ জন।

০৯। Target  Beneficiaries :

  1. A) Ultra Poor and Poor People, B) School dropped-out and Street Children, C) Vulnerable Community, D) Unemployed Youth, E) Rural Communities, F) Injecting Drug users and Sex Workers, G) Victim, H) Helpless Men and Women, I) Disability, J) Women headed families, K) Adolescent Girls and Boys, L) Ultra Poor and below Poverty- line Families, in rural or Urban Areas.